নামজারি ও জমাভাগ/জমা একত্রিকরণের আদেশের রিভিউ
সেবা প্রদান পদ্ধতি
আবেদনপ্রাপ্তির পর প্রতিবেদন দাখিলের জন্য ইউনিয়ন ভূমি অফিসে প্রেরণ করা হয়। আবেদনের বিষয়ে
ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আবেদনের যথার্থতা বিষয়ে প্রতিবেদন দাখিল করেন। প্রতিবেদনপ্রাপ্তির পর
শুনানির তারিখ ধার্য করে সংশ্লিষ্ট পক্ষগণকে অবহিত করা হয়। ধার্য তারিখে শুনানি অন্তে সিদ্ধান্ত দেওয়া হয়।
আবেদন গ্রহণযোগ্য হলে জমাখারিজের রিভিউ আদেশ প্রদান করা হয়। বিপরীতক্রমে আবেদন অগ্রহণযোগ্য হলে
তা আবেদনকারীকে জানিয়ে দেওয়া হয়। প্রযোজ্য ক্ষেত্রে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার প্রতিবেদন ব্যতিরেকে
শুধু দাখিলকৃত দলিলাদি/ কাগজপত্র বিবেচনা ও শুনানি গ্রহণান্তে জমাখারিজের আদেশ রিভিউ করা হয়ে থাকে।
সেবা প্রাপ্তির স্থান
উপজেলা ভূমি অফিস
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারী
সহঃ কমিশনার (ভূমি), নামজারি সহকারী
প্রয়োজনীয় কাগজপত্র
কোর্ট ফি সহ আবেদন
সেবা প্রাপ্তির শর্তাবলি
নামজারি আদেশের ৩০ কার্যদিবসের মধ্যে রিভিউ আবেদন দাখিল
সংশ্লিষ্ট আইন ও বিধি
১. এসএ অ্যান্ড টি অ্যাক্ট, ১৯৫০
২. ভূমি ব্যবস্থাপনা ম্যানুয়াল, ১৯৯০
সেবা প্রদানে ব্যর্থ হলে প্রতিকারকারী কর্মকর্তা
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS