Title
Office Inspection by LRB Member
Details
আজ উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেন ভূমি সংস্কার বোর্ডের সম্মানিত সদস্য (ভূমি ব্যবস্থাপনা) ও সরকারের অতিরিক্ত সচিব জনাব মোহাম্মদ জাকীর হোসেন। পরিদর্শনকালে তিনি ভূমি অফিসে আগত সেবা প্রত্যাশীদের বসার কক্ষ, গণশুনানী কক্ষ ও মিনি লাইব্রেরি লাল ফিতা কেটে উদ্বোধন করেন। ভূমি অফিসে কর্মরত ব্যক্তিদের আইডি কার্ড এবং বেতন ভাতা উত্তোলনের নিমিত্ত অনলাইনে ব্যাংকিং কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। তিনি উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের সাথে মতবিনিময় করেন। অফিসের সার্বিক চিত্র দেখে সন্তোষ প্রকাশ করেন। মতবিনিময় সভার সভাপতিত্বে করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব এ এফ এম ফিরোজ মাহমুদ। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন শিবালয় উপজেলার সম্মানিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জনাব রেজাউর রহমান খান ও উলাইল ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব আনিসুর রহমান।