পাটুরিয়া ও আরিচা থেকে ঢাকাগামী পরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় প্রতিরোধে এবং যাত্রী সেবা নিশ্চিতকরণে শিবালয়ের মহাসড়কের বিভিন্ন স্থানে সপ্তাহব্যাপী মোবাইল কোর্ট পরিচালিত হয়। অতিরিক্ত ভাড়া আদায়, ফিটনেস ও লাইসেন্সবিহীন, আদেশ অমান্যসহ বিভিন্ন অপরাধে নীলাচল, যাত্রীসেবা, আশুলিয়া ক্লাসিক, স্বপ্ন পরিবহন, গুলিস্তান -ধামরাই, সেলফি পরিবহন, পলাশ পরিবহন, এনএনবি পরিবহন, লাক্সারি এন এন বি, স্বপ্ন পরিবহনসহ ৮০টি পরিবহনকে বিভিন্ন অপরাধে ১৭৫০০০ টাকা অর্থদণ্ড দেয়া হয়। এছাড়া চালক, হেলফার এবং মালিককে বিভিন্ন অপরাধে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেয়া হয়। অতিরিক্ত ভাড়া যাতে না হয় সে ব্যাপারে কঠোর নির্দেশনা দেয়া হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন শিবালয়ের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ জাকির হোসেন। যাত্রী হয়রানি বন্ধে এবং অতিরিক্ত ভাড়া আদায় প্রতিরোধে উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট নিয়মিত চলবে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS