১৮ সেপ্টেম্বর ২০১৯ সকাল ৯ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে পাটুরিয়া লঞ্চ ঘাট এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় হৃদয় হোসেন (২৫) নামক একজনকে গাঁজা সেবনের সময় আটক করা হয় এবং প্রায় ১০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। হৃদয়কে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী ০৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। আসামীকে কয়েদ পরোয়ানাসহ মানিকগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। জব্দকৃত গাঁজা নমুনা সংরক্ষণপূর্বক নিয়মমাফিক ধবংস করা হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ জাকির হোসেন। শিবালয় থানা পুলিশ ও নৌ পুলিশ মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন। মাদকের বিরুদ্ধে মোবাইল কোর্ট নিয়মিত চলবে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS