শিবালয় উপজেলায় কাব হলিডে
স্কাউটিং-এর মূল লক্ষ্য হচ্ছে শিশু, কিশোর-কিশোরীদের শারীরিক, মানসিক, নৈতিক, বুদ্ধিবৃত্তিক এবং সামাজিক গুণাবলী উন্নয়নের মাধ্যমে তাদেরকে পরিবার, সমাজ দেশ তথা বিশ্বের সুনাগরিক হিসেবে গড়ে তোলা। আজ শিবালয় উপজেলায় কাব হলিডে-২০১৯ অনুষ্ঠিত হয়। কাব হলিডের শুভ উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ জাকির হোসেন। দিনব্যাপী এ হলিডেতে কাব স্কাউটস বিভিন্ন চ্যালেঞ্জ, আত্নবিশ্বাসী হতে বিভিন্ন উদ্দীপনা এবং ক্যাম্প ফায়ারসহ বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করবে। প্রধান অতিথি একজন স্কাউট হিসেবে তাদেরকে আত্নমর্যাদার প্রতি বিশ্বাসী হয়ে মানবতা ও নৈতিকতার সাথে নিজেকে সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য অনুরোধ করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও প্রেসিডেন্ট'স স্কাউট জনাব মোঃ জাকির হোসেন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS