Title
Mobile Court Against Bricks Field
Details
শিবালয়ে অবৈধ ইট ভাটার বিরুদ্ধে আজ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্টে মেসার্স কে এন্ড এস ব্রিক ফিল্ডকে ৫০০০০ টাকা অর্থদণ্ড দেয়া হয়। চিমনির বর্ডার ভেঙে দেয়া হয়। ৭ দিনের মধ্যে চিমনি সম্পূর্ণ অপসারণ করার জন্য নির্দেশ দেয়া হয় এবং এই মর্মে মালিকপক্ষ আতিকুর রহমান মুচলেকা প্রদান করেন। এছাড়াও মেসার্স ইসহাক ব্রিক ফিল্ডে অভিযান পরিচালনা করা হয়। ব্রিক ফিল্ড বৈধ মর্মে প্রতিয়মান হওয়ায় তাদের ধন্যবাদ দেয়া হয়। আজকের মোবাইল কোর্ট পরিচালনা করেন শিবালয়ের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ জাকির হোসেন। শিবালয় থানা পুলিশ সহযোগিতা করেন। ব্রিক ফিল্ডে মোবাইল কোর্ট নিয়মিত চলবে।