মা ইলিশ রক্ষায় জেলা প্রশাসকের নেতৃত্বে অভিযান, ৩৭ জন আটকঃ
মানিকগঞ্জ এর জেলা প্রশাসক জনাব এস এম ফেরদৌস স্যারের নেতৃত্বে আজ রাত ৩ টা থেকে সকাল ৮ টা পর্যন্ত শিবালয় ও দৌলতপুর এর পদ্মা ও যমুনা নদীতে মা ইলিশ রক্ষায় অভিযান পরিচালিত হয়। এ সময় মা ইলিশ শিকারের সময় ৩৭ জনকে হাতেনাতে আটক করা হয়। আসামীদের ২৪ জনকে ০১ বছরের কারাদন্ড এবং ১৩ জনকে ৪৯ হাজার টাকা অর্থদন্ড করা হয়। এ সময় প্রায় ২ লক্ষ মিটার কারেন্ট জাল এবং প্রায় ০২ মন মা ইলিশ জব্দ করা হয়। জব্দকৃত কারেন্ট জাল নিয়মমাফিক ধ্বংস করা হয় এবং মাছ শিংগাইর এতিমখানায় বিতরণ করা হয়। এছাড়া ১৫ টি মাছ ধরার ট্রলার জব্দ করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন শিবালয় উপজেলা নির্বাহী অফিসার জনাব এ এফ এম ফিরোজ মাহমুদ, সহকারী কমশনার ভূমি জনাব জাকির হোসেন, সহকারী কমিশনার ভূমি দৌলতপুর জনাব জুয়েল আহমেদ এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব আরিফ হোসেন। অভিযানে সহযোগিতা করেন জেলা মৎস্য কর্মকর্তা জনাব মোঃ মনিরুজ্জামান, উপজেলা সিঃ মৎস্য কর্মকর্তা জনাব আতিয়ার রহমান, ওসি নৌপুলিশ ও জেলা পুলিশ।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS