Title
18 fishermen sent to jail for 1 year
Details
নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার করায় ১৮ জেলে ১ বছরের জন্য কারাগারে
রাত ৯ ঘটিকা হতে ২ ঘটিকা পর্যন্ত চর শিবালয়, জাফরগঞ্জ ও পাটুরিয়া সংলগ্ন পদ্মা ও যমুনা নদীতে মা ইলিশ রক্ষায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় ১৮ জেলেকে আটক করা হয়। প্রায় ১০০০০ মিটার কারেন্ট জাল ও ৪ মন মা ইলিশ জব্দ করা হয়। দন্ডপ্রাপ্ত আসামী সাদ্দাম হোসেন রনি, মো: বকুল শেখ, বিল্লাল, কাইয়ুম, ইদ্রিস, ইমান হোসেন, মো: রাকিবুল, আনিছ, সাইদুর, আনিছ, লেবু, সাইফুল, মফিদুল, এমদাদুল, মো: নূর জামান, মো: সাহাবুদ্দিন, মো: মিনটু, রহমত আলি প্রত্যেককে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। কারেন্ট জাল নিয়মমাফিক ধ্বংস করা হয়েছে। ৪ মন ইলিশ বিভিন্ন এতিম খানায় বিতরণ করা হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনা করেন শিবালয়ের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ জাকির হোসেন। সহযোগিতা করেন উপজেলা মৎস কর্মকর্তা আতিয়ার রহমান ও নৌ পুলিশের এস এস জহিরুল ইসলামের সমন্বয়ে ১৫ সদস্যের একটি টিম। মা ইলিশ রক্ষার্থে প্রশাসন কঠোর অবস্থানে। নদীতে মাছ ধরা অবস্থায় যাকে পাওয়া তাকেই জেল দেয়া হবে।