Title
6 month jail for eve-teasing
Details
২২ জানুয়ারি ২০২০ উথলী পাইলট গার্লস হাইস্কুলের ১০ শ্রেণির ছাত্রীকে ইভটিজিং এর দায়ে এক বখাটকে ছয় মাসের জেল দেয়া। স্বপন ইসলাম (২২ বছর) নামে এক বখাটে স্কুলের ছাত্রীকে উত্যক্ত করার সময় হাতেনাতে ধৃত করা হয়। আসামীর বিরুদ্ধে অভিযোগ গঠন করে পড়ে শুনানো হয় এবং আনীত অভিযোগ আসামী স্বীকার করে নেয়। উক্ত আসামীকে ইভটিজিং এর দায়ে দণ্ডবিধি-১৮৬০ এর ধারা ৫০৯ অনুযায়ী ০৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। সাজা পরোয়ানাসহ আসামীকে মানিকগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনা করেন শিবালয়ের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ জাকির হোসেন। ইভটিজিং বিরুধী অভিযান নিয়মিত চলবে।