প্রেস রিলিজ তারিখঃ ১১ অক্টোবর ২০১৯ বিষয়ঃ মা ইলিশ সংরক্ষণে ৮ জনের ১ বছরের জেল। অদ্য বিকেল ৪.৩০ ঘটিকা হতে ৬ ঘটিকা পর্যন্ত শিবালয়ের আলোকদিয়া চর সংলগ্ন যমুনা নদীতে মা ইলিশ সংরক্ষণে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় নদীতে কারেন্ট জাল ফেলা এবং মাছ শিকারের দায়ে ৮ জেলেকে হাতেনাতে আটক করা হয়। ২০০০ মিটার কারেন্ট জব্দ করা হয়। আইয়ুব শেখ, ফজলুল হক, নূরে আলম, হামিদ আলী, মিরাজুল শেখ, আলমগীর হোসেন, লোকমান শেখ ও মোঃ হাবু প্রত্যেককে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে এবং কারাগারে প্রেরণ করা হয়েছে। জব্দকৃত কারেন্ট জাল নিয়মমাফিক ধ্বংস করা হয়েছে। ইলিশ আমাদের জাতীয় সম্পদ। এই সম্পদ রক্ষার্থে প্রশাসন কঠোর অবস্থানে। নদীতে মাছ ধরার জন্য কাউকে পাওয়া গেলে সরাসরি জেল দেয়া হবে। আজকের মোবাইল কোর্ট পরিচালনা করেন শিবালয়ের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ জাকির হোসেন। সহযোগিতা করেন উপজেলা মৎস দপ্তর ও শিবালয় থানা পুলিশ।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS